আসসালামু আলাইকুম
আমি ব্লগে এই মাত্র নতুন, আপনাদের সহোযোগিতা কামনা করছি।
আসসালামু আলাইকুম? আমি একজন পথভ্রষ্ট মুসাফির। দায়িত্ব-জ্ঞান-হীন একজন মানুষ। সব সময় অসত্ পথে চলার চেষ্টা করি। যদিও ওয়াদা করে এসেছিলাম সৎ পথে চলব। তারপরেও নির্বোধের মত পরম করুণাময়ের রহমতের আশায় থাকি। কারন তিনি-ই বলেছেন, ---হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা।(সূরা যুমার-৫৩)